History [Nav]

ইতিহাস

বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়টি রাঙ্গামাটি পার্বত্য জেলার অর্ন্তগত জুরাছড়ি উপজেলায় অবস্থিত। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বাবু শান্তশীল দেওয়ান এবং ভূমিদাতা বাবু পূর্ণমোহন কার্বারী, জমির পমিরাণ ১ (এক) একর। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ ইং সনে। বিদ্যালয়টি প্রথমে (১৯৬৬ ইং) জুনিয়র স্কুল হিসাবে প্রতিষ্ঠিত হয় পরে ১৯৮১ সালে উচ্চ বিদ্যালয় হিসাবে স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ বিদ্যালয়টি চড়ায়-উৎরায় পেরিয়ে অনেক প্রতিকৃলতায় এখনো তাঁর নিজস্ব গতিতে কাজ চালিয়ে যাচ্ছে। এ বিদ্যালয় হতে এযাবৎকাল পর্যন্ত অনেক শিক্ষার্থী তাদের মেধা এবং কর্মদক্ষতায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি দপ্তরে সফলতার সহিত দেশ ও দেশের জন্য নিজেকে আত্নসর্পণে নিবেদিত রেখেছে । এ বিদ্যালয়টি বর্তমানে ভোকেশনাল শাখা ও জেনারেল  শাখায় চলমান আছে।


Headmaster

বাবু মেঘবর্ণ চাকমা
Headmaster
View

Admission Going on

Outsourcing, Programming
Admission Going on
View

E-Service